দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার টিএনটি স্ট্যান্ড এলাকায় চা দোকানের ভাড়া নিয়ে শ্রমিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে এক দোকানদারের বাকবিতণ্ডা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় দোকান মালিকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘোড়াঘাট রেজি: ১১৬৭ নম্বর শ্রমিক ইউনিয়নের সদস্যরা ১৯ এপ্রিল দিনাজপুরে একটি সাধারণ সভায় অংশগ্রহণ শেষে ফেরার পথে টিএনটি স্ট্যান্ড এলাকায় থামে। এ সময় তারা যাত্রী ছাউনির পেছনে একটি চায়ের দোকানে গিয়ে ভাড়া চাইলে দোকানদার তা দিতে অস্বীকৃতি জানান এবং শ্রমিকদের ‘চাঁদাবাজ’ বলে মন্তব্য করেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং একপর্যায়ে শ্রমিকরা চায়ের দোকানে ভাঙচুর চালায়।
শ্রমিক ইউনিয়নের একজন সদস্য জানান, “দোকানটি আমাদের জায়গায় অবস্থিত। আমরা নিয়মিত ভাড়া নিয়ে থাকি। দোকানদার অশোভন আচরণ করায় এমন পরিস্থিতি তৈরি হয়।”
তবে ইউনিয়নের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হয়, দোকান ভাড়া উত্তোলনের বিষয়টি ছিল না সংগঠনের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত। এটি কয়েকজন সদস্যের নিজস্ব উদ্যোগে করা হয়েছিল, যা সংগঠনের অনুমোদিত কর্মসূচির অন্তর্ভুক্ত নয়।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্ষুব্ধ চা দোকান মালিকসহ এলাকার অন্যান্য দোকান মালিকরা একটি জটিকা মিছিল নিয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ রফিকুল ইসলামের নিকট যান এবং ঘটনার বিস্তারিত তুলে ধরেন। ইউএনও মহোদয় তাদের কাছ থেকে লিখিত অভিযোগ জমা দিতে বলেন এবং অভিযোগের ভিত্তিতে যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে তিনি জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের জন্য তিনি রাজশাহী যাবেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার একজন কর্মকর্তা জানান, “ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি রয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর থেকে টিএনটি স্ট্যান্ড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং দোকান মালিক ও শ্রমিক ইউনিয়নের মধ্যে উত্তেজনা এখনো কাটেনি।