কয়েক সপ্তাহ ধরে সব ধরনের সবজির দাম লাগামহীনভাবে বাড়ছে, যার বেশ প্রভাব পড়েছে  বাজারে । একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে কৃষকরা বৃষ্টির কারণে মৌসুমের সবজি ঠিকমতো চাষ না হওয়ায়। এই কারণের সঙ্গে ছুটির দিনে সবজির চাহিদা আরও বেড়ে যাওয়ায় দাম বাড়তি। এতে করে সবজি কিনতে গিয়ে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা।
শনিবার (১৬ আগস্ট) দক্ষিণ চট্টগ্রামের_ চন্দনাইশ উপজেলার দোহাজারী কাঁচা বাজার সহ বিভিন্ন বাজারে এমন বাড়তি  দামের চিত্র দেখা গেছে।
বাজারে প্রতি কেজি পটল প্রতি কেজি ৮০ টাকা, ধুন্দুল প্রতি কেজি ৭০ টাকা, টমেটো প্রতি কেজি ১৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, পেঁপে ৩৫-৪০ টাকায়, কচুর লতি প্রতি কেজি ৭০ টাকা, বরবটি প্রতি কেজি ৭০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৭০ টাকা। 
এছাড়াও  তিত করোলা ৮০,কাকঁরোল ৮০, চাল কুমড়া ৬০,ঢেঁড়স ৮০,বেগুন  প্রকার ভেদে ৮০ থেকে ১০০,লাউ ৬০,কচুর ফোপা     ৭০,শশা ৮০, কাঁচা মরিচ প্রতি কেজি  ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। 
ক্রেতারা জানায়, সবজির বাজারে দিন দিন দাম লাগামহীন ভাবে বেড়ে চলছে। এমন হলে সবজি কিনে খেতে পারবো বলে মনে হচ্ছে না। আরও অনেক ক্রেতারা বলেন, বিগত কিছুদিন যাবত সবজির দাম বেড়ে চলছে , অথচ কী কারণে বাড়তি যাচ্ছে বা বাজার নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ গ্রহণ করতে কাউকে দেখা যাচ্ছে না। যদি সবজির এত দাম হয়, তাহলে সাধারণ ক্রেতা খাবে কী ? 
অন্যদিকে সবজি বিক্রেতারা জানিয়েছেন, এখন মৌসুম শেষের দিকে এবং গত কয়েক সপ্তাহ ধরে,  টানা বৃষ্টির কারণে কৃষকেরা ঠিকমত চাষাবাদ করতে পারেননি, যার ফলে আরত থেকে কিনতে হচ্ছে বেশি দাম দিয়ে আর বিক্রি করতে হচ্ছেও বেশি দামে। 
সবজির পাশাপাশি বিভিন্ন ধরনের শাকের দামও বেড়েছে। যেমন মানভেদে বর্তমানে এক আঁটি লাউ শাকের দাম ৩০ থেকে ৪০ টাকা; করমি শাকের আঁটি ৩০,লাল শাক ৩০ আর পুঁইশাক কেনা যায় ৩০ থেকে ৪০ টাকায়।