চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রবীণ আলেমে দ্বীন ও বিশিষ্ট ওয়ায়েজিন হাফেজ ক্বারী মাওলানা রুহুল আমিন আলকাদেরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৯ মার্চ) সকাল ৮ টা ৫০ মিনিটে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট নিজ গৃহে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বড় ছেলে মাওলানা খায়রুল আমিন চিশতি জানান, তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। একইদিন বিকাল ৫ টার দিকে পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
মাওলানা রুহুল আমিন জীবদ্দশায় পোমরা জামেউল মাদরাসায় শিক্ষকতা, কর্ণফুলি জুট মিলস মসজিদের খতিব, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য ও রাঙ্গুনিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি ছিলেন।
তিনি গাউসিয়া কমিটি বাংলাদেশ, জামেয়া, আনজুমান ও ত্বরিকতের নিবেদিতপ্রাণ খিদমতগার ছিলেন। প্রবীণ ওয়ায়েজিন হিসেবে সারাদেশব্যাপী বেশ খ্যাতি রয়েছে তাঁর। এদিকে তার মৃত্যুতে সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রবীণ এই ব্যক্তিত্বের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন।