পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণ ও মাজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (সাঃ) এর রচয়িতা খাজায়ে খাজেগান খাজা আবদুর রহমান চৌহরভী (রহঃ), হযরত সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি (রহঃ), আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) এর সালানা ওরস মোবারক উপলক্ষে গাউসিয়া কমিটি রাউজান ফকির তকিয়া সদর শাখার ব্যবস্থাপনায় আজিমুশশান সুন্নী কনফারেন্স শুক্রবার (২৭ জুন) রাতে চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের চারাবটতল বাজারস্থ খানকাহ্-এ কাদেরীয়া তৈয়্যবীয়া তাহেরিয়ায় অনুষ্ঠিত হয়েছে।  


সংগঠনের সভাপতি মোঃ সৈয়্যদ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আছহাবীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন কাজী মুহাম্মদ বখতিয়ার হোসেন৷ উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি ফকির তকিয়া শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা এ.কে.এম জামাল হোসাইন। প্রধান বক্তা ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইউনুস রেজভী। বিশেষ বক্তা ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক মাওলানা সাইফুল ইসলাম নেজামী। 


গাউসিয়া কমিটি ফকির তকিয়া শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা নূর মুহাম্মদ ও প্রচার সম্পাদক মোঃ শাহেদুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক মাওলানা ইয়াসিন হোসাইন হায়দরী, গাউসিয়া কমিটি রাউজান উপজেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু তাহের, রাউজান মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মান্নান চৌধুরী, গাউসিয়া কমিটি রাউজান উপজেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক কে এম ওমর ফারুক, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী। 


এসময় উপস্থিত ছিলেন মাওলানা আ.স.ম রফিকুল ইসলাম রিজভী, মাওলানা আবুল হাশেম, সিরাজুল ইসলাম রেজভী, শায়ের ওমর ফারুক মামুন, মাওলানা আজগর হোসাইন, হাফেজ মুহাম্মদ আবদুল্লাহ আল আকিব, হাফেজ মনির হোসেন, ওসমান গণি, আবদুল বারেক, শাউন উদ্দিন নিজাম, মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ। 


কনফারেন্স শেষে আনজুমান ট্রাস্টের লিল্লাহ ফান্ডের জন্য পবিত্র কোরবানির পশুর চামড়া সংগ্রহ কার্যক্রমে অংশগ্রহণ করার স্বীকৃতি স্বরূপ গাউসিয়া ছাত্র ফোরাম এর ৪ জন ক্ষুদে শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয় এবং মিলাদ-কিয়াম, আখেরী মুনাজাত ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়৷