চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর শান্তিরহাটে ছুরিকাঘাতে রমজান আলী (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারের পশ্চিমে এ ঘটনা ঘটে। নিহত রমজান পূর্বতারাকো গ্রামের মৃত হানিফের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে যাওয়াকে কেন্দ্র করে জনৈক আহমেদ ছাফার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে রমজানকে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত হয় হাসান নামে একজন। পরে বাজারের ব্যবসায়ীরা রমজান ও হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা জানান, ঘটনায় আহত হাসান সহ তিনজন মিলে ছুরিকাঘাতে রমজানকে খুন করেছে। এ ঘটনার হাসান সহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, এ ঘটনায় জড়িত আমরা পাঁচজনকে আটক করেছি। জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত জানা যাবে।