গতকাল শনিবার বিকেল ৩টার দিকে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে চন্দনাইশ উপজেলা বিএনপি দোহাজারী পৌরসভা, চন্দনাইশ পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদলের তারুণ্যের সমাবেশে হাজার হাজার নেতাকর্মী চন্দনাইশ থেকে সমাবেশে যোগদেন
গতকাল দুপুর থেকে বিভিন্ন উপজেলা থেকে আগত লোকে লোকারণ্য হয়ে ওঠে পলোগ্রাউন্ড মাঠ ও আশপাশের এলাকা। সাংগঠনিক জেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ট্রাকে করে সমাবেশস্থলের দিকে আসেন।
নগরীর প্রবেশমুখ এবং সমাবেশস্থলের আশপাশের স্থলগুলো গাড়ি এবং মানুষে ভরে গেছে। সমাবেশস্থলের ১ কিলোমিটার আশপাশে বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবুও প্রচণ্ড রোদ উপেক্ষা করে মানুষ স্রোতের মতো সমাবেশস্থলের দিকে আসছেন। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সাধারণ মানুষ।
এদিকে প্রখর রোদের তাপ সহ্য না করতে পেরে পূর্বাঞ্চল রেলওয়ের সদরদপ্তর সিআরবি এলাকায় গাছতলায় এসে বিশ্রাম নিতে দেখা গেছে সমাবেশে আসা চন্দনাইশ থেকে আসা হাজার হাজার মানুষকে।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন সি আই পি, জানান, এমন তীব্র গরমের মধ্যেও সমাবেশে অংশ নিয়েছেন লাখ লাখ নেতাকর্মী। একদিকে গরম, অন্যদিকে মানুষের ঠাসাঠাসি; ফলে শঙ্কা রয়েছে হিট স্ট্রোকের। ঝুঁকি এড়াতে নেতাকর্মীদের জন্য প্রায় ৭২ হাজার লিটার পানির ব্যবস্থা করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এ ছাড়া করা হয়েছে শরবতের ব্যবস্থা ও। তারুণ্যের সমাবেশ সফল করতে তীব্র গরম উপেক্ষা করেই তারা হলোগ্রাউন্ড মাঠে এসেছেন। এখানে সবাই একত্রিত হয়ে ইতিহাস সৃষ্টি করবেন বলে জানান।
এই দিকে চন্দনাইশ থেকে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরীর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইখতেয়ার হোসেনের নেতৃত্বে সমাবেশে বিশাল বহর নিয়ে মিছিল সহকারে সমাবেশে যোগদেন।
বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত বাস ট্রাকে করে চন্দনাইশ থেকে সমাবেশ যোগদেন দীর্ঘদিন পরে দলের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল বাড়তি উৎসাহ উদ্দীপনা দলকে আগামী দিনে শক্তিশালী করার জন্য এই ধরনের সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান একাধিক নেতাকর্মী।