চট্টগ্রামের চন্দনাইশে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার ভোর ৫টার দিকে মোছাম্মৎ আরফি (১৯) এর লাশ উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ । এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে নিহতের স্বামী মো: রিজুয়ান (৩০) কে। রিজুয়ান চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গোলাম শরীফের ছেলে।


ঘটনার সূত্রে জানা যায়, 
 সাতকানিয়া উপজেলার খাগড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ জাহেদের কন্যা আরফির সঙ্গে উপজেলার বরকল ইউনিয়ন ৬নং ওয়ার্ডের গোলাম শরীফের ছেলে রিজুয়ান ও নিহতের আরফির ৮ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও তার পরিবারের লোকজন আরফিকে বিভিন্ন সময় নির্যাতন করতো। স্থানীয়রা জানান  রিজুয়ান একজন মানসিক ভারসাম্যহীন মানুষ। বুধবার ভোরে স্ত্রীকে গলাটিপে হত্যা করে এবং নিহতের লাশ বাথরুমে  ফেলে রাখে। সকালে রিজুয়ান ঘরের দরজা না খুললে পরিবারের লোকজন মিলে  ঘরের দরজা ভেঙে ঢুকলে দেখে আরফির লাশ বাথরুমে পড়ে ছিলো। 

স্থানীয়রা জানান, রিজুয়ান মানসিক ভারসাম্যহীন। স্ত্রীকে গলাটিপে হত্যা করে বাথরুমে ফেলে রাখে পরে স্থানীয়রা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।