দীর্ঘ ১৭ বছর পর দখলমুক্ত হলো গাজীপুর মহানগরের টঙ্গীর এরশাদ নগর বড় বাজারে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আনন্দঘন পরিবেশে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী থানা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলার পদপ্রার্থী মোঃ কামরুল ইসলাম কামু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৯ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন মিলন, বিএনপি নেতা মোঃ আব্দুল মালেক, ১নং বড় বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিরাজ মিয়া, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন কন্টাকটার, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনসহ স্থানীয় ও মহানগর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলার পদপ্রার্থী কামরুল ইসলাম কামু বলেন, একটা প্রতিষ্ঠান, একটা পার্টি অফিস মূলত সরকারি সম্পদ। এ অফিস জনগণের কল্যাণের জন্য এবং দলের কর্মীদের সেবার জন্য ব্যবহৃত হবে। আওয়ামী লীগ আমলে এ ধরনের অফিস বেআইনিভাবে দখল করে দোকানপাট বসানো হয়েছিল, যা সম্পূর্ণ বেআইনি। এখন যেহেতু দখলমুক্ত করা হয়েছে, আমি বিশ্বাস করি এ অফিস সমাজের কল্যাণে ব্যবহৃত হবে।

অফিস পুনরুদ্ধার উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। রান্নাবান্না ও আপ্যায়নের মধ্য দিয়ে এলাকাবাসী আনন্দ ভাগাভাগি করেন। উপস্থিত নেতৃবৃন্দ কার্যালয়টিকে গণতান্ত্রিক আন্দোলন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের শক্ত ঘাঁটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।