চট্টগ্রামের চন্দনাইশে গোপন সংবাদে ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী মাহবুবুল আলমকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন অস্ত্র-কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ-উত্তর হাশিমপুর রেল স্টেশনের পাকা রাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার। এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে চন্দনাইশ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে চন্দনাইশ ও বাঁশখালী থানার আলাদা মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত হলো চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছৈয়দাবাদ এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে মাহবুবুল আলম(৪২)।

চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার কাছ থেকে একটি এলজি ওয়ান শুটার ও দুইটি সীসা কার্তুজ, যার মধ্যে একটি কার্তুজ অস্ত্রের ভেতরে লোড অবস্থায় ছিল, অপরটি হাতে ছিল তা জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে চন্দনাইশ ও বাঁশখালী থানায় মামলা রয়েছে।

তিনি আরও বলেন, অপরাধ দমনে চন্দনাইশ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।