চন্দনাইশ সদরের মৌলানা বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে

চন্দনাইশ সদরের মৌলানা বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে। এরই মধ্যে গত ১২ মার্চ বুধবার বাদে আছরের নামায পরে খানকাহ কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া কমিটির ৪-৫ জন সদস্য উপস্থিত থেকে কোরআন শরীফের রিয়ালে  মৌলানা বাড়ি জামে মসজিদ নামটি রং দিয়ে মুছে দেয়।
এই বিষয় মসজিদে ইমাম ইসা জানান, রমজানে কোরআন পড়ার সুবির্ধাতে মসজিদ কমিটি রিয়ালটি মসজিদে রাখছে। এরপর খানকাহ কমিটির মহিউদ্দীন সওদাগর কোরআনের রিয়ালটি সরিয়ে ফেলে পরবর্তীতে  মসজিদ কমিটি রিয়ালটি আবার আগের স্থানে রাখে হঠাৎ গত ১২ মার্চ বাদে আছরের নামায পরে খানকাহ কমিটি মৌলানা বাড়ি জামে মসজিদ নামীয়  রিয়ালের নামটি মুছে দেয় এই সময় উপস্থিত মুসল্লীরা বিষয়টি তীব্র নিন্দা জানান।
এই বিষয়ে মহল্লার পক্ষ থেকে 
মহিবুল আলম বিষয়টি আনজুমানের  সিনিয়র ভাইচ- প্রসিডেন্ট মনজুর আলমকে বিষয়টি অবহিত করেন এবং মনজুর আলম  বিষয়টি তদন্তের পরে বিস্তারিত জানাবেন বলে বলছেন।