সোমবার (১৮আগস্ট) রাত ১১টার দিকে চন্দনাইশ উপজেলার সাতকানিয়া থানাধীন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চন্দনাইশ সেনাবাহিনীর ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব নেতৃত্বে একদল সেনা সদস্য ও পুলিশ সদস্যসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, ধৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চন্দনাইশ সেনাবাহিনীর ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব জানান, আটককৃত আসামি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। আর্মির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬শত১৮ পিস ইয়াবা ও ১শত২৬ গ্রাম গাজাসহ মোঃ পেয়ারু (৪০) নামে শীর্ষ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা মাদকসহ আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সাতকানিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।