ভোলার চরফ্যাশনে সরকারি প্রণোদনা কর্মসূচীর আওতায় ১২,৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন হয়েছে। খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচী বাস্তবায়ন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ৯ এপ্রিল বুধবার সাড়ে ১২টায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্র এগুলো বিতরণ করা হয়। 

এ উপলক্ষ্যে চরফ্যাশন উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে সার ও বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাজমুল হুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। এছাড়াও  বিএনপি,  জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, কৃষকদল সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, কৃষি কর্মকর্তাগণ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ প্রায় ২ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে চরফ্যাশন উপজেলা কৃষি অফিসার মো: নাজমুল হুদা প্রণোদনা কর্মসূচীর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি  বৃষ্টি  নির্ভর আউশ ধানের আবাদ বৃদ্ধির জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন। যাতে খাদ্য ঘাটতি মোকাবেলা করা যায়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি বীজ ও সার সঠিকভাবে বিতরণের জন্য সবার সহযোগিতা কামনা করেন।
এ কর্মসূচীর আওতায় প্রতি জন কৃষক ১ বিঘা(৩৩ শতক) জমিতে চাষাবাদের জন্য ৫ কেজি উফশী আউশ বীজ ও ২০ কেজি রাসায়নিক সার পাবেন।
এ কর্মসূচী সফলভাবে বাস্তবায়ন হলে চরফ্যাশন উপজেলা আউশ আবাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে সংশ্লিষ্ট সকলে প্রত্যাশা।