এসময় স্ত্রী লিমা তাকে বাধা দিলে স্বামী মিজান কোন বাধা না মেনে উল্টো স্ত্রীর উপর হামলা চালায়। ঘরে থাকা শ্বাশুড়ি বাধা দিলে তাকেও বেধরক ভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। তাদের চিৎকার চেচামেচিতে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন সদর হাসপাতালে ভর্তি করেন। লিমার ভাই লিটন জানান প্রায় সময়ই মিজান আমার বোনকে মারধর করে।পারিবারিক সিদ্ধান্তে গত তিন বছর আগে লিমার সাথে মিজানের বিয়ে হয়।
প্রথমে আমরা তার আচরণ বুঝতে না পারলেও একবছরের মাথায় তার মাদকাসক্ত চেহারার আসল রুপ প্রকাশ পায়, এর পর আমার তার প্রতিনিয়ত গালিগালাজ এবং মারধরের ঘটনায় বিরক্ত হয়ে চরফ্যাশন থানায় গত ১৪ নবেম্বর একটি জিডি করি, জিডি নং ৫৪০ চরফ্যাশন থানা। মিজান হাজারিগঞ্জ ২ নং ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান এর ছেলে। হাফছা (১১) মাস বয়সের নামে একটি কন্যা সন্তান রয়েছে ।
লিটন জানান মিজান ঢাকাতে একটি বিস্কুট ফেক্টরিতে কাজ করত। গত ৬ মাস আগে দেশে এসে বেকার জীবন যাপন করে মাদকে ব্যাপক ভাবে জরিয়ে পরে। গতকাল শুক্রবার সে আমার বোন এবং মাকে কুপিয়ে ফোনে মাধ্যমে বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে। এর পর আমরা তাকে কৌশলে চরফ্যাশন কালিবারির মোরে চরফ্যাশন পৌরসভার প্যানেল মেয়র তানভীর মিয়ার মাধ্যমে ধরে পুলিশকে খবর দিয়ে দেই। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরাদ হোসেন জানান স্ত্রী এবং শ্বাশুড়িকে কুপিয়েছে এমন একজনকে আটক করে থানা হাজতে প্রেরণ করি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।