অভিযোগ প্রসঙ্গে যুবলীগ নেতা মাসুদ বলেন আমার পৈত্রিক ওয়ারিশি সম্পত্তি আত্মসাৎ করার জন্য একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এসব মিথ্যা অপবাদ ছরাচ্ছেন।

চরফ্যাশনের রসুলপুর ইউনিয়নের উত্তর আইচা বাজারে এই মানব বন্ধন করেছে ব্যাবসায়ী সহ ভুক্তভোগী ও সাধারণ জনগন।গত বুধবার ২২ আগষ্ট সকাল দশটায় উত্তর আইচা বাজারে রসুলপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানার বিরুদ্ধে, শাহিন কাজি অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার (২২ সে আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১ টার সময় রসুলপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মাসুদ রানা আমার দোকানে এসে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করেন,আমি চাঁদা দিতে অস্বীকার করলে তার নেতৃত্বে  সংঘবদ্ধ সন্ত্রাসীরা  আমার দোকানে প্রবেশ করে আমাকে বেধড়ক মারধর করে টাকা পয়সা নিয়ে যায়,পরে স্থানীরা আমাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। 

এ ঘটনায় গত বুধবার উত্তর আইচা বাজারের সকল ব্যবসায়ী দোকান বন্ধ রেখে প্রতিবাদ ও মানববন্ধন করেন, নাম প্রকাশে অনিচ্ছুক একাদিক ব্যবসায়ী জানান, মাসুদ রানা রসুলপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হওয়ার পর থেকেই উত্তর আইচা বাজার সহ এলাকায় রামরাজত্ব কায়েম করেন ,কেউ প্রতিবাদ করলে  তাকে বিভিন্ন হামলা মামলা সহ নানা হয়রানির শিকার হাতে হয়।  তার পালিত সন্ত্রাসী গ্রুপ ও তার ভাইদের হাতে, প্রতিবাদে করার কোন সুযোগ নেই,বাজারের বেশিরভাগ ব্যবসায়ী মাসুদ রানাকে চাঁদা দিয়েই ব্যবসা করে যাচ্ছেন,তার চাঁদাবাজির হাত থেকে রক্ষা পায়নি দলীয় নেতাকর্মীরাও, তার এই এই থাবা  থেকে রক্ষা পায়নি। জুলুমের শিকার  ব্যবসায়ীরা মানববন্ধন ও প্রতিবাদ করেন। মানববন্ধনে উত্তর আইচা বাজার ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিক হাওলাদার, আওয়ামী লীগ নেতা নান্নু মাতব্বর, ব্যবসায়ী নেতা ফারুক মিয়া, ও কাশেম মেম্বার প্রমুখসহ ব্যবসায়ী বৃন্দ ও শান্তিপ্রিয় মানুষ অংশ নেন।

মানববন্ধনকারীরা মাসুদ রানা গংদের বিরুদ্ধে করা এ মানববন্ধনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এবিষয়ে শশীভুষন থানার অফিসার ইন চার্জ ম,এনামুল হক ঘটনার সত্যতানিশ্চিত করে জানান,পুলিশ রাতেই  ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ প্রসঙ্গে যুবলীগ নেতা মাসুদ বলেন আমার পৈত্রিক ওয়ারিশি সম্পত্তি আত্মসাৎ করার জন্য একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য  এসব মিথ্যা অপবাদ ছরাচ্ছেন। আমি কখনো কারো থেকে চাদা দাবি করিনি।