ফরিদপুরে চরভদ্রাসনে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক চাষিদের প্রণোদনার ঊফশি আউশধানের বীজ,পাটবীজওসার ৯ইএপ্রিল উপজেলা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের মাধ্যমে বিতরণ করেন। 
দেখা গেছে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৭০০ জন প্রান্তিক চাষীদের মধ্য ৫কেজি ঊফশি আউশ ধানের বীজ ১০কেজি এমপিওএবং১০কেজি  ৪৩০জন প্রান্তিক চাষীদের মধ্য ১কেজি পাট বীজ ৫কেজি এমপিওএবং৫কেজি এমপিও সার বিতরণ করেন। 
পাটবীজ ঊফশি আউশ ধানেরবীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  উপজেলা সহকারী কমিশনার নিশাত ফারাবী,চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ রজিউল্লাহ খান, উপজেলা কৃষি  কর্মকর্তা কৃষিবিদকৃষি বান্ধব মামুনুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সাখাওয়াত হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান, প্রাথমিক সহকারি  শিক্ষার কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী লুৎফর রহমান ও উজ্জল হোসেন,  বিভিন্ন দপ্তর প্রধান বিভিন্ন ইউপি সদস্য বাংলাদেশ প্রেস ক্লাব চরভদ্রাসন উপজেলায় শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা। উপজেলা কৃষিঅধিদপ্তরের বিভিন্ন ইউনিয়ন সুপারভাইজার সহ অফিস স্টাফগন উপস্থিত ছিলেন। 
এলাকাবাসী সুশীল সমাজ কৃষি অধিদপ্তরের প্রান্তিক চাষিদের বিভিন্ন প্রণোদনার অব্যাহত সহায়কে প্রান্তিক চাষীদের উন্নয়নের ভূমিকা রাখছে বলে অভিমত ব্যক্ত করেছে অনেকেই।