ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনেরওউপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ব্যাপক বর্ণাঢ্য  আয়োজনে 
জাটকা সংরক্ষণ উদযাপিত করেছে ৮ই এপ্রিল সকাল ১০.০০ ঘটিকায় কয়েক শতাধিক জেলেদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনেরওজেলাএবংউপজেলা মৎস্য অধিদপ্তর উদ্যোগে নৌপুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ নাহিদ হোসেন উপস্থিতিতে ওফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেলে)ও ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির সাথে বিভিন্ন পেশাজীবী রাজনীতিবিদ লোকদের নিয়ে নৌ মহড়ার মাধ্যমে দিনে প্রথম কর্মসূচির প্রধান অতিথি হিসেবে অলংকৃত করেন। 
  জাটকা সংরক্ষণ উদযাপিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। 
৮ইএপ্রিল সকাল ১০ ঘটিকায় উপজেলা হলরুমে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের সভাপতিত্বে দ্বিতীয় কর্মসূচি ব্যাপক আলোচনায় আলোকপাত করা হয়, জাটকা সংরক্ষণে উপায় জনসচেতার উপর মা ইলিশ সুরক্ষায় ওজাটকা সংরক্ষণের  আইনি ব্যবস্থার দপ্তর  বিশ্লেষণমূলক ব্যাপক উদ্বুদ্ধকরণ করা হয়। 
মৎস্য সংরক্ষণ দিবসের প্রতিবাদ্য বিষয় " জাটকা ধরা বন্ধ হলে-ইলিশ উঠবে জাল ভরে "। 
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)ইয়াসিন কবির, তিনি জাটকা সংরক্ষণ  এবং মা ইলিশ নিধনের নিষিদ্ধ সময় জাটকা সংরক্ষণ  এবং মা ইলিশ নিধনের নিষিদ্ধ সময় সরকার বিধি নিষেধ গুরুত্ব সহকারে পালনের জন্য নির্দেশ প্রদান করেন। 
  এবংসকলের যার যার অবস্থান থেকে সকলকে জনসচেতনতা বৃদ্ধির উপর সকলকে সহযোগিতায় জন্য  এগিয়ে আসার আহ্বান জানান এবং বিধি নিষেধ মেনে চলেই তবে এই সফলতার বহুগুন বৃদ্ধি পাবে বলে আসাবাদব্যক্ত করেন। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার বলেন, মা ইলিশ রক্ষায়ও জাটকা সংরক্ষণের সকল জেলেদের সরকারি বিধি নিষেধ পালনের উপর গুরুত্ব আরোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন। আরোও উপস্থিত ছিলেন সিনিয়র সরকারী পরিচালক হারুনুর রশিদ। আরো উপস্থিত ছিলেন নৌ পুলিশ অফিসার ইনচার্জ নাহিদ হোসেন ওচরভদ্রাসন অফিসার্স ইনচার্জ  রজিউল্লাহ খান। 
বক্তব্য রাখেন, ক্ষুদ্র মৎস্যজীবি ও সমবায় সমিতির সভাপতি আবুল কাশেম, মৎস শ্রমিক নেতা কামাল হোসেন খান। সাবেক বিএনপি'র সভাপতি শাজাহান সিকদার, জামায়েত ইসলামীর সাধারণ সম্পাদক  কাউছার হোসেন। চরভদ্রাসন ইউপি চেয়ারম্যান আজাদ খান। বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। নৌপুলিশ ইনচার্জ নাহিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমীর হোসেন, স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পরিচালক হারুন অর রশিদ। 
মানবিক জেলা মৎস্য কর্মকর্তা সুশান্ত কুমার সরকার উপস্থিত হওয়ায় এতে আরোওউপস্থিত হন ফরিদপুর জেলার নয়টি উপজেলার উপজেলা মৎস্য কর্মকর্তাগন।
এতে আরোওউপস্থিত ছিলেন গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী। চরঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বুদু মৃধা, ওচর হরিরামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বিভিন্ন একঝাক মিডিয়া কর্মী বিভিন্ন রাজনীতি বিধ মুক্তিযোদ্ধা শিক্ষক ওসুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।