ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের রহমান প্রামানিকের ডাঙ্গী গ্রামে নির্মানাধীন ২০০ মিটার এইচবিবি নিম্নমানের ইট দিয়ে রাস্তা মেরামতঃপ্রশাসনের ব্যবস্থা না নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন হয়েছে।
গত ১৬জুন একটি সংবাদ প্রকাশের পর প্রশাসনে টনক নড়লে ওএকটি অনলাইন পোটালে মিথ্যা সংবাদ প্রকাশ হওয়ার পর গত বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শনে গিয়ে এলাকাবাসীরা রাস্তায় ব্যাবহৃত নিম্নমান ইট সরিয়ে ভালো মানের ইট পূনঃস্থাপন করার বাস্তবতার কোন মিল নেই সংবাদের ।
এতে উক্ত এলাকাবাসীও সচেতন মহল গণমাধ্যম গুলোর প্রতি পত্রিকায়প্রকাশিত সংবাদের ঘৃণা প্রকাশ করেছে।
জামায়েত ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি সেক সুলাইমান বলেন,রাস্তা-ঘাটওঅবকাঠামো উন্নয়নের জন্য প্রশাসনেরও মিডিয়াকর্মীদের কে এলাকাবাসীর টেকসই উন্নয়ন কাজের নজরদারী করা দরকার।কিন্তু মিডিয়া কর্মীরা যদি মিথ্যা সংবাদ পরিবেশন করে। তিনি আরও জানান এটি আমার বাড়ি সংলগ্ন রাস্তা এই রাস্তা নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে।যা এরাস্তায় ইট কখনো পরিবর্তন করা হয়নি ।
এ ব্যপারে নির্মানাধীন রাস্তার ঠিকাদার কাজী বদরুজ্জামান কে এ প্রতিবেদক জানান, রাস্তায় নিম্নমানের ইট পরিবর্তন না করে সংবাদ পরিবেশন করা হয়েছে। তিনি জানান অফিসে যোগাযোগ করুন। ইটকি রাস্তায় পরিবর্তন হয়েছে নাকি অফিস ইট পরিবর্তন হয়েছেএর কোন সঠিক উত্তর দিতে পারিনি।
জানা যায়, যাতায়াত ব্যাবস্থা করার লক্ষে ২০২৪-২৫ অর্থ উপজেলা এলজিইডি গাজীরটেক ইউনিয়নের রহমান প্রামানিকের ডাঙ্গী গ্রামের শেখ ফিরোজের বাড়ী থেকে কাজেমের বাড়ী পর্যন্ত ৫ লাখ টাকা মূল্যমানের ৩১০ ফুট বা ২০০ মিটার এইচবিবি রাস্তা নির্মান কাজটি টেন্ডারমূলে পান ‘ওয়ালী কনস্ট্রাকশন’ নামক পার্শ্ববতী সদরপুর উপজেলার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
রাস্তায় নিম্নমান ইট ব্যাবহার করে রাস্তা মেরামত হয়েছে । এ ব্যপারে পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসনে টনক নড়লেও নিম্নমান ইট না সরিয়ে ভালো মানের ইট পূনঃস্থাপন করে মিথ্যা সংবাদ পরিবেশিত হয়েছে যাএলজিইডি কর্তৃপক্ষ সংশ্লিষ্টতা।
এ ব্যাপারে উক্ত এইচবিবি রাস্তার তদারকি কাজে দায়িত্বরত (এস.ও) উপপ্রকৌশলী মোঃ সাইফুদ্দিন কে এলাকাবাসীর অভিযোগে রাস্তার ইট পরিবর্তন না করে ভাল মানের ইট দিয়েপূনঃরাস্তা মেরামত মিথ্যা সংবাদ পরিবেশিত হল এর সদ উত্তর দিতে পারেনি।
এ ব্যাপারে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন কে নিম্নমানের ইট দিয়ে রাস্তা মেরামত। সেটিকে কতিপয় সাংবাদিক অতিরঞ্জিত করে মিথ্যা সংবাদ পরিবেশিত হয়েছে। এর জবাবে তিনি জানান রাস্তায় নিম্নমানের ইট ব্যবহারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।