ফরিদপুর চরভদ্রাসনে আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস পালিত চরভদ্রাসনে প্রশাসনের ঢিলে ঢালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অবতীকরণও বাস্তবায়ন বিষয়ক সেমিনার ৯ই এপ্রিল উপজেলা মিনি অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 
জানা গেছে, উপজেলা কনজুমার রাইট এসোসিয়েশন ক্যাবের নির্ভরযোগ্য সুএে জানা গেছে,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অবতীকরণওবাস্তবায়ন বিষয়ক সেমিনারে পূর্বের দিন তাদের কর্মসূচির ব্যপারে অবহিত করানো হয়নিএবংসেমিনারের পূর্বে সেমিনার অংশগ্রহণের জন্য বলা হয়। পূর্বের দিন না জানিয়ে সেমিনারে 1 ঘন্টা পূর্বে সেমিনার অংশগ্রহণ বলা হলে এর কতটুকু সুফল হয় এ ব্যাপারে, কনজুমার রাইট এসোসিয়েশন ক্যাবের সভাপতি ংজয়নুল আবেদিন  (কামাল ডাক্তার) উপজেলা নির্বাহী অফিসার কে সকল হাট বাজারগুলো সমবায় সমিতির  সভাপতি  উপস্থিতিতে ভোক্তা  অধিকার সংরক্ষণ অবহিত  করন সেমিনারে উপস্থিতিতে থাকতে উল্লেখ করেন। 
ভোক্তা অধিকারে উপজেলা নির্বাহী অফিসার ওসহকারী কমিশনার ভোক্তা অধিকারীরের অভিযোগগুলোর গুরুত্ব কম দিচ্ছে। 
আরোওজানা গেছে, চরভদ্রাসন বাজার, মৌলভীর চর, চরহাজিগঞ্জ বাজারগুলোতে বিভিন্ন ভোক্তা গন ভোক্তা অধিকার অভিযোগগুলো প্রশাসন গুরুত্ব দিচ্ছে না এতে বাজারগুলোতে দ্রব্যমূল্য অস্থিতিশীল রয়ে গেছে। বাজারগুলোতে পর্যাপ্ত তোদারকির অভাব দেখা গিয়েছে। বিভিন্ন সাংবাদিকগণ এ ব্যাপার ব্যাপক ভাবে প্রশাসনকে অবহিতকরণের জন্য  কবলেও উপজেলা প্রশাসন তা পর্যাপ্ত গুরুত্ব দিচ্ছে না। 
 বাজারে গ্যাস সিলিন্ডার গুলো সিন্ডিকেটের কবলে জিম্মি  গ্যাস সিলিন্ডার সাপ্লাই কারি ব্যবসায়ী গন ১০০  টাকা অতিরিক্ত নিচ্ছে,১০০ টাকা কেন নিচ্ছে  এটার প্রুফ দেখাতে চাইলে সেই খুচরা গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে গ্যাস দিচ্ছেনা বলে খুচরা গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী  কারীরা  মানবাধিকার কর্মী, বাংলাদেশ প্রেস ক্লাব চরভদ্রাসন উপজেলা শাখা সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লাকে অভিযোগ করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে চরভদ্রাসন নির্বাহী অফিসার মনিরা খাতুনের ভোক্তা অধিকারের অভিযোগগুলো বারবার খতিয়ে  দেখার জন্য বলে ও বাতির নিচে অন্ধকার থেকেই যাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুস সবুর কাজল, গাজিটেক ইউপি চেয়ারম্যান  ইয়াকুব আলী, সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ও মুক্তিযোদ্ধা  শাজাহান, 
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার নিশাত ফারাবি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা, সেলিম খান,মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা রেফাতুল হাসান  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান , উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান  উপজেলা মৎস কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব। বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এর  প্রধান শিক্ষিকা গণ, বিভিন্ন দপ্তর প্রধান গন এবং বিভিন্ন মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন। 
এলাকাবাসী সুশীল সমাজ ভোক্তা অধিকারের বিষয়গুলো গুরুত্ব সহকারে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোরালো দাবি করছে।