ফরিদপুরে চরভদ্রাসন উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে দুর্যোগ বিষয়ক প্রশিক্ষণ ২৪শে মে উপজেলা মিনি অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের সভাপতিতে অনুষ্ঠিত হয়।
দেখা গেছে, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে দুর্যোগ বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক কাবিখা-২ দুর্যোগ ব্যবস্থাপনা ঢাকা মোঃ নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিল জেলা এান ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক।
প্রশিক্ষণে প্রথমে পরিচয় পর্ব। এরপর প্রধান অতিথি উপ-পরিচালক কাবিখা-২ দুর্যোগ ব্যবস্থাপনা ঢাকা মোঃ নুরুজ্জামান দুর্যোগ বিষয়ের উপর ব্যাপক আলোকপাত করেন।
উপজেলা এানও দুর্যোগ বিভাগের গাফিলতি চলছে ঢিলে ঢালা দুর্যোগ ব্যবস্থাপনাপনার কমিটির কার্যক্রম।খাতা কলমে তাদের কার্যক্রমে থাকলেও বাস্তবে তাদের কার্যক্রমের দেখা যায়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিওইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কোন কার্যক্রম এ পর্যন্ত পরিলক্ষিত হয়নি। উপজেলা এানও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা (পিআইও) কে নিয়মিত অফিসে পাওয়া যায় না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নিকট জেলা এানওপুনর্বাসন কর্মকর্তা আরিফুল হক উপ-পরিচালক কাবিখা ২ঢাকা মো :নুরুজ্জামান এ প্রতিবেদক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সম্পর্কে অবহিত করেন।
দুর্যোগ বিষয়ক প্রশিক্ষণেপ্রথমে ৪জন চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান নামমাএ উপস্থিত থাকলে সব চেয়ারম্যান এক যোগে প্রশিক্ষণ কেন্দ্র থেকে বের হয়ে যান। পরে উপস্থিত হয়।
দুর্যোগ বিষয়ক প্রশিক্ষণে বিভিন্ন দপ্তরপ্রধান গন কে উল্লেখযোগ্য দেখা যায় নি।