চলমান সার সংকট ও মূল্য নির্ধারণ সভা

আজ সোমবার ২৫/১১/২০২৪ ইং সকালে দিনাজপুর জেলার খানসামা উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চলমান সার সংকটের কারন ও এ সমস্যা থেকে উত্তোরনের করনীয় নিয়ে আলোচনা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার,প্রাণী সম্পদ কর্মকর্তা রতন কুমার বর্মণ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক,উপজেলা জাতীয়তাবাদী দলের আহবায়ক আমিনুল হক চৌধুরী, দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ০৫ নং ভাবকী ইউপির চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সামিউল ইসলাম অন্যন্য ইউপি চেয়ারম্যান এবং উপজেলা সার ও বীজ ডিলার সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।