চাঁদপুরের ফরিদগঞ্জে অষ্টম শ্রেণির এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মনির হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে স্থানীয় জনতা। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃত মনির হোসেন বালিথুবা এলাকার ঘাটের বাড়ির মৃত কবির হোসেনের ছেলে স্থানীয়দের দাবি, শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেন মনির।
মনিরের দুই স্ত্রী মুক্তা ও রূপা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি সুদের ব্যবসার সঙ্গে জড়িত এবং আগেও একাধিকবার অনুরূপ অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
ঘটনার পর ক্ষুব্ধ জনতা তাঁকে ধরে গণধোলাই দেয়। পরে পুলিশে সোপর্দ করা হয়।
বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য আবু সাইদ ভূঁইয়া বলেন, “ঘটনাটি ধর্ষণের মতো গুরুতর অপরাধ। এ নিয়ে কোনো সালিশ হবে না। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে, তারা আইনি ব্যবস্থা নেবে।”
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম জানান, ধর্ষনের অভিযোগে মনির হোসেন নামে ব্যক্তিকে স্থানীয়রা আটক করে। পরে পুলিশে খবর দিলে তাকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।