চাঁপাইনবাবগঞ্জ সদর ঝিলিম ইউনিয়নের আমনুরা হতে জুয়া খেলার অপরাধে ৬ জনকে জুয়াড়িকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি অক্ষুন্ন রাখার লক্ষ্যে জেলার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) তাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় ২ অক্টোবর রবিবার রাত আনুমানিক দেড়টার সময় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গোয়ান্দা তথ্যের ভিত্তিতে জেলার সদর থানাধীন ঝিলিম ইউনিয়নের আমনুরা রেল বাজার এলাকায় হাটখোলার মৃত গোলাম মোস্তফার ছেলে মোঃ মাসুম (৪০) এর  পুরাতন মিলঘর  এর ভিতর একটি অভিযান পরিচালনা করা হয়।


এসময়  ১১ সেট পুরাতন প্লেয়িং কার্ড, জুয়া খেলার নগদ ৩০ হাজার ৬’শত ৭০ টাকা সহ মোঃ মিন্টু (৫০), পিতা-  মৃত সামছুল হক, গ্রাম সাকিম, মোঃ শামিম (২২), পিতা-মোঃ নুরনবী, গ্রাম চান মুন্সিপাড়া, মোঃ নাইম হাসান (২৮), পিতা-মোঃ আজিজুল ইসলাম, সাং- আমনুরা, মোঃ আতিকুল (২৮), পিতা-মোঃ নওশাদ আলী, সাং-আমনুরা কলোনী পাড়া, মোঃ মিরাজ (৪০), পিতা-মৃত সিরাজ আলী, সাং-আমনুরা বাজার, মোঃ জসিম (৫০), পিতা-মৃত ইয়াসিন আলী, সাং-রেল কলোনী সর্ব থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জদেরকে আটক করে ।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আটককৃতরা উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থলে সকলে প্রকাশ্যে জুয়া খেলার কথা অকপটে স্বীকার করে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।