চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী চরবাগডাঙ্গা এলাকা থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ২ কেজি ৮৪০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (৩০ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটের দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের টিকরাপাড়া গ্রাম থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বুধবার (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। আটককৃত মাদক ব্যবসায়ী মো. রাকিবুল (৩৬) চরবাগডাঙ্গা ইউনিয়নের টিকরাপাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে।
র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প জানায়,আটককৃত মাদক ব্যবসায়ী রাকিবুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ভরতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ কর চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন এলাকায় খুচরা এবং পাইকারী হিসেবে সরবরাহ করতা সে। আটককৃত মাদক ব্যবসায়ীর বসতবাড়ি সীমান্তবর্তী এলাকায় হওয়ায় অতি সহজেই মাদক সংগ্রহ কর নিজের সংরক্ষণে রেখে পরবর্তীতে সেসব মাদক বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদর নিকট খুচরা এবং পাইকারী দরে সরবরাহ বিক্রি করত।
র্যাব আরও জানায়, মাদকের একটি বড় চালান সরবরাহ করা হবে এমন গোয়েন্দা তথ্যের ভিক্তিতে অভিযান পরিচালনা করে র্যাব। র্যাবের অভিযানিক দল আটককৃত মাদক ব্যবসায়ী রাকিবুলকে হাতেনাতে হেরোইনসহ আটক করে। এবিষয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব।