নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ১৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটের সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৭৩ হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের খোন্দা গ্রামে একটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১ জন আসামীসহ ১,৭৫,০০০ রুপির ভারতীয় জালনোট আটক করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,আটককৃত আসামী আব্দুল মালেক (৩৭), পিতা-আফজাল হোসেন, গ্রাম-আমজান খোর, পোষ্ট-হরিন মাঝি, থানা-বালিয়াডাঙ্গী, জেলা-ঠাকুরগাঁও। উক্ত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত ভারতীয় জালনোটসহ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামালসহ জালনোট পাচার প্রতিরোধে বদ্ধপরিকর।