কুমিল্লায় চান্দিনা-বাগুর বাস স্টেশন সংলগ্ন এলাকায় কাগজের কার্টুন চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত আশিক হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী।গত রবিবার (১৫ জানুয়ারি) বিকেলে নিহতের মরদেহ খাটিয়ায় রেখে ভাড়াটিয়া চান্দিনা পৌর এলাকার ১নং ওয়ার্ডের মহারং জামে মসজিদের সামনের সড়কে ওই মানববন্ধন করে তারা।

মানববন্ধনে আশিকুর রহমান এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। নিহতের মা আয়েশা বেগম বলেন- ‘আমার ছেলেকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি তাদের বিচার চাই। এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় বাসিন্দা মো. শাহজাহান, মো. মিজানুর রহমান, তাজুল ইসলাম, কুলসুম আক্তার, মো. হানিফুর রহমান, তানভীর আহমেদ, মো. জাহাঙ্গীর আলম, আবু ইউসুফ, নুরুল ইসলাম, মো. জালাল প্রমুখ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোরে চান্দিনা উপজেলা সদরের চান্দিনা-বাগুর বাস স্টেশন সংলগ্ন চান্দিনা-দেবীদ্বার উপজেলার সীমান্তবর্তী এলাকা বাগুর শান্তিনগর এলাকায় একটি গোডাউন থেকে কাগজের কার্টুন চুরির অভিযোগে আটক করে স্থানীয়রা। পরে তাকে গণপিটুনি দিয়ে ছেড়ে দেয়। পুলিশের ভয়ে আশিকুর রহমান হাসপাতালে চিকিৎসা না নিয়ে বাড়িতে চিকিৎসা নেয়। তার অবস্থার অবনতি হলে ১৪ জানুয়ারী (শনিবার) ভোরে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, ঘটনাস্থলটি চান্দিনা উপজেলা সদরের পশ্চিম বাজারের কয়েকগজ দূরত্বে হলেও উপজেলার সীমানা বিবেচনায় ওই স্থানটি দেবীদ্বার থানাধীন। এদিকে ৯৯৯-এ ফোন পেয়ে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা নিহতের মরদেহ উদ্ধার করে আমরা মরদেহ সাধারণ ডায়েরী মূলে ময়নাতদন্তের জন্য কুমেকে পাঠাই। আইনগত ভাবে নিহতের পরিবার মামলাটি দেবীদ্বার থানায় করতে হবে। দেবীদ্বার থানার অফিসার ইন-চার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, নিহতের পরিবার থানায় এসেছে। এজাহার দায়ের করার পরামর্শ দিয়েছি। অভিযোগে পেলে মামলা গ্রহণ করবো।