পটুয়াখালীর কলাপাড়ায় চিকিৎসকের দায়িত্বে অবহেলায় রোগী মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জেএইচ খান লেলিন ও সিনিয়র নার্স আসমা বেগমের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে রোগীর স্বজন, এলাকাবাসী, আইনজীবী ও আইনজীবী সহকারীরা। সোমবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে আইনজীবী কল্যান সমিতির আয়োজনে মানববন্ধন ও সমাবেশে আইনজীবী সহকারী স্বপন সিকদারের মৃত্যুর সাথে জড়িতদের শাস্তি দাবি করা হয়।

 ঘন্টাব্যাপী মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, গত ২১ ডিসেম্বর শ্বাস কস্টজনিত রোগে আক্রান্ত স্বপন সিকদারকে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এসময় জরুরী বিভাগের চিকিৎসক জেএইচ খান লেলিন রোগীকে দেখে তার মালিকানাধীন ডায়াগণষ্টিক সেন্টারে কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠায়। সেখানে পরীক্ষা করিয়ে রিপোর্ট নিয়ে এসে চিকিৎসককে দেখালেও চিকিৎসক লেলিন চিকিৎসা শুরু না করায় এক পর্যায়ে স্বপন বিনা চিকিৎসায় মারা যায়। রোগীর স্বজনদের অভিযোগ, সঠিক সময়ে চিকিৎসক চিকিৎসা শুরু করলে স্বপনের মৃত্যু হতো না।

তারা এ জন্য চিকিৎসক লেলিন ও নার্স আসমাকে দায়ী করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও কলাপাড়া থেকে বদলীর দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন, আইনজীবী খন্দকার নাসির উদ্দিন, সাইদুর রহমান সাইদ, জেড এম কাওসার, নুরুজ্জামান সিকদার, আইনজীবী সহকারী মো. এনামুল হক, আব্দুল হাই হাওলাদার, আবুল কালাম গাজী, হাফিজুর রহমান পনু প্রমুখ। মানববন্ধন শেষে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মৃত স্বপনের চাচা আইনজীবী নুরুজ্জামান সিকদার। এ সময় স্বপনের স্ত্রী মোসা. শিলা বেগম বলেন, তার শিশু সন্তান কোনদিনই বাবার আদর পাবে না। তার স্বামীকে যারা বিনা চিকিৎসায় মেরে ফেলেছে তাদের শাস্তির দাবি জানান। এসময় কলাপাড়ায় কর্মরত সিনিয়র আইনজীবি, আইনজীবী সহকারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ।