কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর একটি সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ দ্রব্যাদি উদ্ধার করা হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর একটি সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ দ্রব্যাদি উদ্ধার করা হয়েছে। ৮ মে ২০২৫, রাত ১টা নাগাদ আলেখার চর সেনা ক্যাম্প এবং চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের একটি যৌথ টহল দল লালারপুল এলাকায় অবস্থিত জনাকি হোটেলের পেছনে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে নিচের উল্লেখযোগ্য মাদকদ্রব্য এবং অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়:
ফেনসিডিল – ৪২৪ বোতল
গাঁজা – ১২৫ কেজি ৭০০ গ্রাম
ইয়াবা – ৪২ পিস
দেশীয় চোলাই মদ – ৭ লিটার
মদের কাঁচামাল – ১২ লিটার
বিদেশি ও দেশীয় ব্র্যান্ডের মদ ও বিয়ার
নগদ টাকা – ১৭,০০০ টাকা
মোবাইল ফোন – ৮টি
অন্যান্য অবৈধ সামগ্রী

এছাড়াও ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। তারা হলেন:
১. আল-আমিন (২০), পিতা: শাহ আলম, হরিচরণ লষ্কার, কাউনিয়া, রংপুর
২. আব্দুর রহিম (১৪), পিতা: আব্দুল কালাম, রাজেন্দ্রপুর, চৌদ্দগ্রাম, কুমিল্লা
৩. রাজীব (৩০), পিতা: আবাদ মিয়া, জগমোহনপুর, চৌদ্দগ্রাম, কুমিল্লা
৪. মোহাম্মদ ইউসুফ (২৭), পিতা: মৃত মনোয়ার আলী, চাংচাং নগর, চৌদ্দগ্রাম, কুমিল্লা
এছাড়া খোরশেদ আলম নামে একজন পলাতক রয়েছে। 

অভিযানে উদ্ধারকৃত সব সামগ্রী এবং আটককৃত ব্যক্তিদের প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের পর চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর এই প্রশংসনীয় অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মাদক নির্মূলে এটি একটি বড় সাফল্য বলে মনে করছেন স্থানীয়রা।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।