জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ লাকিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাদের বিরুদ্ধে কোন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো বিবরণ দেওয়া হয়নি। গত বছর কোরবানির ঈদে এক তরুণের ১৫ লাখ টাকায় ছাগল কেনার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মতিউর রহমানের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। তরুণটি দাবি করেন, তার বাবা এনবিআরের কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের চেয়ারম্যান। সেই পোস্ট থেকে মতিউর রহমানের বিপুল বিত্তবৈভবের উৎস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ওঠে। পরবর্তী সময়ে জানা যায়, ওই তরুণ ১৫ লাখ টাকায় ছাগলটি ক্রয় করেননি। তবে বিষয়টি নিয়ে বিতর্ক থামেনি। মতিউর রহমান একটি সাক্ষাৎকারে ওই তরুণকে তার ছেলে বলে অস্বীকার করেন। কিন্তু বিভিন্ন সূত্র থেকে তাদের পারিবারিক সম্পর্কের প্রমাণ সামনে আসে।
মতিউর রহমানের বিরুদ্ধে এর আগেও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিভিন্ন দায়িত্বে থাকা অবস্থায় তার বিপুল সম্পদের উৎস নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি সরকারি চাকরির পাশাপাশি ব্যবসায় যুক্ত এবং পুঁজিবাজারেও বিনিয়োগ করেছেন বলে স্বীকার করেছেন। সম্প্রতি আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে মতিউর রহমান ও তার পরিবারের সম্পদ ক্রোকের নির্দেশ দেয়। পাশাপাশি তিনি এনবিআরের দায়িত্ব থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত হন এবং সোনালী ব্যাংকের পরিচালকের পদ হারান। মতিউর রহমানের আর্থিক লেনদেন ও সম্পদের উৎস নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।