ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাগলনাইয়া উপজেলা শাখার আয়োজনে ছাগলনাইয়া স্থানীয় ফুড জোন রেস্টুরেন্টে, ২৭ রমজান শুক্রবার ওলামা মাশায়েখ, রাজনীতিবীদ, সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুল হক’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল মতিন-এর সঞ্চালনায় মিলাদ, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভুঁইয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতের ছাগলনাইয়া উপজেলা সেক্রেটারি জাফর আহমদ মোল্লা,সহ সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন, হেফাজত ইসলাম ছাগলনাইয়া পৌর শাখা সভাপতি মাওলানা আতাউল্লা সিফাত ও সেক্রেটারি আমজাদ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত আন্দোলন উপজেলা সভাপতি নাজাত উল্লাহ, এবি পার্টি উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সুফি নাফিজ ইমতিয়াজ শিমুল ও সমন্বয়ক শরিফুল ইসলাম লিংকন, ছাত্র প্রতিনিধি এমদাদুল হক, মিরাজ হোসেন ও সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ই: আ: বাংলাদেশ ছাগলনাইয়া পৌর শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, বাংলাদেশ মুজাহিদ কমিটি উপজেলা শাখার সদর আবু তৈয়ব সুমন সাধারন সম্পাদক মাওলানা ইসমাইল, ইসলামী যুব আন্দোলন উপজেলা শাখার সভাপতি হাফেজ মাঈন উদ্দিন, সহ-সভাপতি হাফেজ সারোয়ার হুসাইন, সেক্রেটারি হাফেজ আরমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি আরাফাতুল কায়সার, সহ সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর ফারুক, ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা লোকমান হোসাইন, হরিপুর কামালিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি এনায়েত উল্লা, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ছাগলনাইয়া উপজেলা সভাপতি ইসমাইল সাধারণ সম্পাদক মুফতি মিজান সিরাজ প্রমুখ।