ফেনীর ছাগলনাইয়ায় দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট সিলেটের উদ্যোগে ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা শাখার উদ্যোগে মাসব্যাপী কোরআন তিলাওয়াত কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার (২৪ মার্চ)) বিকেলে ছাগলনাইয়া ইসলামীয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ মাওলানা হোসাইন আহাম্মদ ভূঁঞার সভাপতিত্বে ও আরবী প্রভাষক মাওলানা আবদুল্লাহ আল মামুন আবরারের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা লোকমান হোসাইন, পরিচালনা কমিটির সদস্য মাওলানা কবির আহাম্মদ সিদ্দিকী,সহকারী অধ্যাপক মাওলানা নাসির আহাম্মদ সহকারী অধ্যাপক মাওলানা জয়নুল আবেদীন,সহকারী অধ্যাপক মাওলানা ইসমাইল টুমচরী,সহকারী বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন,সিনিয়র শিক্ষক মোঃ শাহ আলম, সিনিয়র শিক্ষক মোতাহেরুল হক পাটোয়ারী, দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট’র প্রধান ক্বারী মাওলানা নাজমুল ইসলাম হাসান প্রমুখ।
এ সময় বিভিন্ন গ্রুপ থেকে ১৫ জন বিজয়ী প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।