সুনামগঞ্জের ছাতকে ইসলামপুর ইউনিয়নে যুব ও সমাজ কল্যাণ সংস্থার এক অভিষেক অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। রোববার সকালে আলজালাল মহিলা মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোওয়াগাওঁ গনেশপুর তকবিয়াতুল উলুম মাদ্রাসা র মুহতামিম মাওলানা শায়খ আব্দুল হান্নান। সংস্থার নবনির্বাচিত কমিটির ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাওলানা জহির আহমদ ও আমিরুল হক বাবুলের যৌথ পরিচালনায় এবং হাজী আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা শায়েখ ইমাম উদ্দিন, নবনির্বাচিত কমিটির সভাপতি মাওলানা আকিক হোসাইন, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি,সাবেক মেম্বার সুনু মিয়া, সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, মেম্বার সুজ্জাদুর রহমান, বিশিষ্ট মূরব্বি হাজী আসিূদ আলী, সংস্থার সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা দ্বীন মোহাম্মদ।শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্টাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী তৈয়বুর রহমান।এসময় সভায় উপস্থিত ছিলেন আব্দুল মুক্তাদির, আজাদ মিয়া, দুলাল আহমদ, ফরিদ আহমদ প্রমূখ।১৯৮৩ সালে প্রতিষ্টিত যুব ও সমাজ কল্যাণ সংস্থা ৩৯ বছর ধরে আর্তপীড়িত দুস্ত ও মানবতার সেবায় কাজ করে সংস্থার কার্য নির্বাহী পরিষদের দুই বছর মেয়াদী নবনির্বাচিত কমিটিরতে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাওলানা আকিক হোসাইনকে সভাপতি ও আবুবকরকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে।অনুষ্ঠানে শপথ বাক্যপাঠ করান প্রধান অতিথি মাওলানা শায়েখ আব্দুল হান্নান।