বুধবার (১৩ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত সাড়ে ৮টার দিকে ছাতক পৌরসভার কোর্ট পয়েন্ট এলাকায় এক অভিযান পরিচালিত হয়। এ সময় গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে ১১০ বোতল ফেন্সিডিল, ৬৮ বোতল এসি ব্ল্যাক এবং ২২ বোতল ম্যাকডাউয়েল’স নামীয় বিদেশি মদ উদ্ধার করা হয়।সুনামগঞ্জের ছাতক থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০০ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন দোয়ারাবাজার থানার ফানাইল নতুনপাড়া (দোহালিয়া) গ্রামের সুকেষ আচার্য (৩৮)।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।