শুক্রবার (২৩শে মে) সন্ধ্যায় সিলেটের জকিগঞ্জ থানার খলাছলাড়া ইউনিয়নের পশ্চিম লোহার মহল গ্রামের আতাউর রহমান মোহরার ( আতাই মরিব) সাহেবের দ্বিতীয় ছেলে ওয়াহিদুজ্জামান শাওন (১৭) নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্তেকাল করেছেন।
জানা যায় সন্ধ্যায় ঘরের আইপিএসের ব্যাটারির মধ্যে একটি সাপ ঢুকলে সাপটি বের করতে গিয়ে তিনি অসাবধানতাবশত ব্যাটারীর তারে জড়িয়ে যান। দ্রুত পরিবারের লোকজন জকিগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাওন এবারের এসএসসি পরীক্ষার ফলাফল প্রার্থী ছিলেন। কিশোর ছেলের মৃত্যুতে মা বাবা দুমড়ে মুচড়ে পড়েছেন । এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শনিবার সকাল ১১ টার সময় ঈদগাহ বাজার ফয়জুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।