জকিগঞ্জ উপজেলার শেওলা রোড এবং কানাইঘাটের বুরহান উদ্দিন রোড পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে ১৮ই মে রোজ রবিবার এলজিইডি প্রধান কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের নেতৃবৃন্দ। এলজিইডি'র প্রধান প্রকৌশলী বরাবর লিখিত এবং সিলেট-৫ আসনের সম্ভাব্য সংসদ নির্বাচনে পদপ্রার্থী হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খান স্বাক্ষরিত স্মারকলিপিতে জানানো হয়েছে, সিলেট জেলার জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দুটি সড়ক শেওলা জকিগঞ্জ রোড এবং বুরহান উদ্দিন রোড। উক্ত স্মারকলিপিতে আরো জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাগুলো চলাচলের অনুপযোগী  হয়ে পড়ায় এগুলোর আশু সংস্কার জরুরী। উল্লেখিত রাস্তা দুইটি হলো:
১. সিলেট (টিলাগড়)-গাছবাড়ী-কানাইঘাট
উপজেলা (বুরহান উদ্দিন রোড) আইডি নং- ৬৯১৫৯২০০১
২. জকিগঞ্জ হেড কোয়ার্টার-ঈদগাহ বাজার জিসি-লক্ষীবাজার জিসি-চরিয়া আর এ ইডি (জিরো পয়েন্ট সড়ক) আইডি নং-৬৯১৯৪২০০২
স্মারকলিপি জমা দানের সময় স্বশরীরে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা নায়েবে আমির এবং সিলেট-৫ আসনের সম্ভাব্য সংসদ নির্বাচনে পদপ্রার্থী হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য  সৈয়দ মাওলানা  ফয়জুল্লাহ বাহার, শ্রমিক নেতা নিজাম উদ্দিন খান,কানাইঘাট উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, নায়েবে আমীর ফয়সল আহমদ, জকিগনজ উপজেলা জামায়াতের সেক্রেটারি ছরওয়ার হোসেন, দক্ষিণ বাণীগ্রাম ইউ/পি চেয়ারম্যান লোকমান উদ্দিন প্রমুখ।
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)'র প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়া আশ্বাস দিয়েছেন, সিলেট জেলার কানাইঘাট উপজেলার গাজী বুরহানউদ্দিন রাস্তা অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জকিগঞ্জ উপজেলার শেওলা রাস্তা সংস্কারের জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।