ঢাকা, ৬ এপ্রিল ২০২৫: ফিলিস্তিনের গাজায় ইসরাইলের অব্যাহত বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আগামীকাল ৭ এপ্রিল ২০২৫ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষক সমিতির গৃহীত সকল কর্মসূচির সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণভাবে সংহতি প্রকাশ করছে।

প্রসঙ্গত, সম্প্রতি গাজায় ইসরাইলি সামরিক হামলায় বহু নিরীহ ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন। মানবতার বিরুদ্ধে এ ধরণের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজও সরব ভূমিকা পালন করছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।