র্যাবের অভিযানে ভারতীয় ফেনসিডিল সহ একজনকে আটক হয়েছে । ১০ ই এপ্রিল রোজ বৃহস্পতিবার আনুমানিক সময় রাত ২:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ সিপিসি ১ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন আমোদাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫৪ বোতল ফেনসিডিল সহ আরিফুল ইসলাম রনি(২৬) কে আটক করেন, আটককৃত আরিফুল ইসলাম রনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের আমতলী গ্রামের মোস্তফা কামালের ছেলে বলে জানান ।
গ্রেফতার কৃত রনিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত সহ আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।