জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিনের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে অসৌজন্যমূলক আচরণের মাধ্যমে রুম থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। হেনস্তার শিকার হয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইভান তাহসীব।
ঘটনাটি ঘটে মঙ্গলবার, যখন ইভান তাহসীবসহ কয়েকজন শিক্ষার্থী শহীদ সাজিদ অ্যাকাডেমিক ভবনের গ্যারেজ থেকে একাধিক সাইকেল চুরির ঘটনা নিয়ে রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দিতে যান। অভিযোগে বলা হয়, গত তিন মাসে বেশ কয়েকটি সাইকেল চুরি হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
অভিযোগপত্র গ্রহণের বদলে রেজিস্ট্রার উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের উপর ক্ষিপ্ত হন এবং ইভান তাহসীবকে কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। প্রতিবেদকের হাতে আসা একটি অডিও ক্লিপে রেজিস্ট্রারকে বলতে শোনা যায়, "আমরা শিক্ষার্থীদের মালামালের নিরাপত্তা দিতে পারবো না, মালামাল শিক্ষার্থীদের নিজ দায়িত্বে রাখতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এর দায়ভার নিতে পারবে না। বের হয়ে যাও, ওকে বের করে দাও। পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেনো পড়তে আসো এলাকায় পড়লেই তো পারতে।"
এ বিষয়ে ইভান তাহসীব বলেন, “আমার এক ছোট ভাইয়ের সাইকেল চুরি হওয়ায় আমরা বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জানাতে যাই। কিন্তু রেজিস্ট্রার আমাদের সাথে রূঢ় আচরণ করেন এবং বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো গ্যারেজ নেই, মালামালের নিরাপত্তা তাদের দায়িত্ব নয়। আমরা চাই, যদি গ্যারেজের নিরাপত্তা দিতে না পারে, তাহলে সেটি বন্ধ করে দেওয়া হোক অথবা স্পষ্ট ঘোষণা দেওয়া হোক যে বিশ্ববিদ্যালয় কোনো মালামালের দায়িত্ব নেবে না।”
ঘটনার পর রেজিস্ট্রারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে ব্যস্ত থাকার কথা বলে পরে কথা বলার আশ্বাস দিয়ে ফোন কেটে দেন। এরপর বিভিন্ন নম্বর থেকে চেষ্টা করলেও তিনি আর ফোন রিসিভ করেননি।
এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বজ্ঞানহীন আচরণ ও শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদে ছাত্র সংগঠনগুলো প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়ার কথা ভাবছে বলে জানা গেছে।