নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের আগাম জামিন বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে নেত্রকোনার সাধারণ ছাত্রজনতা।

সমাবেশে বক্তারা বলেন, "একজন শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে যেভাবে নির্যাতনের শিকার হয়েছে, তা শুধু ন্যক্কারজনক নয় বরং সামাজিক নিরাপত্তার ওপর ভয়াবহ আঘাত।"

তারা অবিলম্বে হামলাকারীদের জামিন বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক এবং সচেতন নাগরিকরা অংশ নেন। বক্তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।