দেশে শতভাগ নবায়রযোগ্য শক্তির দাবী ক্রমশ জোড়দার হচ্ছে। স্থানীয় নাগরিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের মধ্যে নবায়রযোগ্য জ¦ালানীর পক্ষে জনমত তৈরী হয়েছে। এ প্রেক্ষিতে গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় শিল্পনগরী ছাতকের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে নবায়রযোগ্য জ্বালানি নীতিমালা সংস্কারের দাবীতে এক মানববন্ধন অনুষ্টিত হয়।
উন্নয়ন সংগঠন হাউস, ক্লিন ও বিডব্লিওজিইডি’র উদ্যোগে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ একত্রিত হয়ে মানববন্ধন গড়ে তুলেন। অংশগ্রহণকারীরা ব্যানার ও ম্লোগানের মাধ্যমে বাংলাদেশের নবায়রযোগ্য জ¦ালানীর পথে বাধা হয়ে থাকা জরুরী সমস্যা গুলোর দিকে দৃষ্টি আকর্ষন করেন। যেমন পুরনো অবকাঠামো, জটিল অনুমোদন প্রক্রিয়া, উচ্চ বিনিয়োগ ঝুকি এবং নীতিমালার অকার্যকর বাস্তবায়ন। 
মানববন্ধনে বক্তরা বলেন, কাঠামোগত প্রতিবন্ধকতা গুলো এখনও নবায়রযোগ্য শক্তির অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। ধীর প্রশাসনিক প্রক্রিয়া, অর্থায়নের অভাব, দর্বিল গ্রিড অবকাঠামো এবং নবায়রযোগ্য প্রকল্পের জন্য অসম্পূর্ণ ট্যারিফ নীতি এই পিছিয়ে পড়ার বড় কারন। মানববন্ধনে নবায়নযোগ্য প্রকল্প দ্রুত অনুমোদনের জন্য একক সেবা কেন্দ্র স্থাপন, স্মার্ট গ্রিড প্রযুক্তি এবং নেট এনার্জি মিটারিং বাস্তবায়ন,জাতীয় গ্রিড আধুনিকীকরন, জাতীয় বিদ্যুৎ খাতে বাজেটের ২০% নবায়রযোগ্য শক্তির জন্য বরাদ্দ করা,দেশীয় ব্যাংক গুলো জ্বালানি খাতের অর্থায়নের কমপক্ষে ২৫% নবায়রযোগ্য প্রকল্পের জন্য নির্ধারণ, নবায়রযোগ্য প্রযুক্তির ওপর আমদানী শুল্ক কমানো, ট্যারিফ শর্ত বাতিল এবং “বিদ্যুৎ নেই, বিল নেই” নীতি বাস্তবায়ন নিশ্চিতকরন দাবী জানানো হয়। 
এই আন্দোলন সুনামগঞ্জ জেলার একটি সবুজ ও ন্যায্য ভবিষৎ গড়ার দৃড় প্রংকল্পের প্রকাশ। নীতিমালা সংস্কার শুধূমাত্র প্রযুক্তিগত বিষয় নয়, এটি টেকসই জীবিকা, জলবায়ু সহনশীলতা এবং জাতীয় সমৃদ্ধির জন্য অপরিহার্য। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, উন্নয়ন সংগঠন হাউস’র উপজেলা সমন্বয়কারী শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান, মিডিয়া কর্মী এইচএম খালেদ আহমদ,মোহাম্মদ জাকারিয়া, লুৎফুর রহমান শাওন,  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মো:ফজল উদ্দিন, ব্যবসায়ী আফজাল হোসেন, মো.দিলোয়ার হেসেন, মো.ইজাজুল হক রনি, আনোয়ার হেসেন পাঠান, নৌপরিবহন শ্রমিক শ্রমিক নেতা এনামুল হক এলেমান, আতাউর রহমান, শিক্ষক আশরাফুল হক, আবু রায়হান, সমাজকর্মী সুব্রত কুমার রায় প্রমুখ।