মাদারীপুরের কালকিনিতে চাঁদার দাবিতে মো. সাব্বির হাওলাদার (২৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে পৌরসভার চরবিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর ভাই নুরই আলম কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রত্যক্ষদর্শী রাসেল সরদার জানান, বশির ও তার সহযোগীরা সাব্বিরকে কুপিয়ে জখম করে এবং তাকেও মারধর করে হত্যার হুমকি দেয়।

সাব্বির অভিযোগ করেন, চাঁদা না দেয়ায় বশির ও তার লোকজন তাকে কুপিয়ে আহত করে। অভিযুক্তরা পলাতক রয়েছে।

কালকিনি থানার ওসি সোহেল রানা বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।