শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ল্যাঙ্গুয়েজ বিভাগের সম্মানিত অধ্যাপক ও বর্তমান সহকারী প্রক্টর মো. আখতার হোসেন।
বুধবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
তিনি এনিম্যাল প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হয়েছেন। উল্লেখ্য, সদ্য অব্যাহতি পাওয়া ড. জাহাঙ্গীর আলমকে এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন পরিচালক অধ্যাপক আখতার হোসেনের নেতৃত্বে ছাত্র-শিক্ষক কেন্দ্রটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে এবং ছাত্র-শিক্ষকদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি পাবে - এমনটাই প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। নিয়োগাদেশ অনুযায়ী, তার যোগদানের তারিখ থেকেই এই আদেশ কার্যকর হবে।