তাদের সাথে বিশ^াসঘাতকতা করে সরকারের সুযোগ-সুবিধা ভোগ করছেন। অনেকেই অসুস্থ, অনেকেই হাসপাতালে কাতরাচ্ছে তাদের খোজ-খবর নেন নাই। আপনারা বিএনপির সমালোচনা করেন, বিএনপি ক্ষমতায় যেতে চায়। আমরা বলতে চাই, আপনাদের ক্ষমতার লোভ আপনাদের ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। আপনারা নতুন রাজনৈতিক দল করেছেন, আপনাদের তো রাজনৈতিক দল গঠন করার কথা ছিলো না, ক্ষমতার লোভে নতুন দল করেছেন। জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া কোন সরকার স্থায়ী হয় না। আমরা দাবী জানাই সরকার যথাসময়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিবে। বুধবার (৯ জুলাই) সন্ধায় শহরের পৌরসভা সংলগ্ন শহীদ সাফওয়ান সদ্য মিলনায়তনে জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের শতকরা ৮০ ভাগ মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ বিএনপির সাথে সম্পৃক্ত। তাই আগামীতে যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার আগে মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আর যারা কাজ করতে অক্ষম তাদের মাসিক ভাতার ব্যবস্থা করা হবে।সদর উপজেলা মৎস্যজীবী দলের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম। সম্মেলনে জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে জেলা বিএনপির সহ সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারন সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ লোকমান আহম্মেদ খান লোটন,সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রহুল আমিন মিলন,শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মৎসজীবীদলের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী,সাংগঠনিক সম্পাদক বিজয় সরকার, জেলা মহিলা দলের সভাপতি ও মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা বেগম, জেলা মৎসজীনী দলের প্রচার সম্পাদক জাহিদ আনছারী ছোটনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে সাইদুর রহমানকে সভাপতি ও জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা মৎস্যজীবী দলের ১৬ সদ্যসের আংশিক কমিটি ঘোষণা কর হয়।