জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মূল ফটকের পাশে ‘জয় বাংলা’ লেখার সময় এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। আটক যুবক তার নাম তানজিল বলে জানিয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সি ইউনিটের দ্বিতীয় সেশনের ভর্তি পরীক্ষা শেষে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছ থেকে আটক করা হয়।

আটকের পর তানজিল জানান, তিনি শুধু ‘জয় বাংলা’ লিখছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের দেয়াল ছাড়া অন্য কোথাও কিছু লেখেননি। তিনি দাবি করেন, কেউ তাকে এটি লিখতে বলেনি, বরং নিজের ইচ্ছাতেই লিখেছেন।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার জানান, তারা ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের মোবাইল ফেরত দিচ্ছিলেন, তখনই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের পাশে ওই ছাত্রলীগ কর্মীকে দেয়ালে লেখার সময় হাতেনাতে ধরে ফেলেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও দাবি করেন, সরকারি দলের কর্মসূচির অংশ হিসেবে তারা এ ধরনের কাজ করে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চায়।

এ বিষয়ে জবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফ বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং আটক যুবককে থানায় নিয়ে আসি। পরে তাকে মোবাইল টিমের মাধ্যমে কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে, সেখানে তার পরিচয় যাচাই করা হচ্ছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “শিক্ষার্থীরা একজনকে ‘জয় বাংলা’ লেখার সময় আটক করে আমাদের জানায়। পরবর্তীতে আমরা কোতোয়ালি থানার সঙ্গে কথা বলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করি।”