জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (জেএনইউসিসি) আয়োজন করেছে দুই দিনব্যাপী জাতীয় ক্যারিয়ার মেলা ‘ন্যাশনাল জব জংশন-২০২৫’। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শহীদ সাজিদ একাডেমিক ভবনের ৭২১ নম্বর কক্ষে এ আয়োজনের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়, যেখানে ক্যারিয়ার বিষয়ক তিনটি গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।

এছাড়া, ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, প্রধান মডারেটর সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম এবং মডারেটর সহকারী অধ্যাপক মো. আল আমিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রথম দিনের কার্যক্রমে ক্যারিয়ার উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির ওপর তিনটি সেমিনার অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে ‘বৈশ্বিক পেশাগত সুযোগ’ বিষয়ে আলোচনা করেন আইডিপি বাংলাদেশ লিমিটেডের বিক্রয় ও অপারেশন প্রধান আনোয়ার হোসাইন। দ্বিতীয় সেশনে ‘কর্পোরেট দুনিয়ায় সফলতা’ বিষয়ে দিকনির্দেশনা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক এসকে আলমগীর হোসেন। শেষ সেশনে ‘সিভি তৈরির কৌশল’ নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ট্যালেন্ট ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ মো. জামিল রওশন।

এই ক্যারিয়ার মেলার দ্বিতীয় দিনে দেশের শীর্ষস্থানীয় ৪০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নতুন গ্র্যাজুয়েট এবং তরুণ পেশাজীবীরা প্রায় ২০০টির বেশি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ পাবেন। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলবে এই মেলা।