জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য (ষান্মাসিক) কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রিয়াজুল ইসলাম, সেক্রেটারি মনোনীত হয়েছেন আব্দুল আলীম আরিফ এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জাহেদ।

সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক জরুরি সদস্য সমাবেশে এই সেটআপ সম্পন্ন হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।

সভাপতি নির্বাচনের জন্য ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরযুক্ত ব্যালট ব্যবহৃত হয়। ভোট গণনা শেষে মো. রিয়াজুল ইসলাম সর্বাধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন এবং তাঁর শপথ পাঠ করান কেন্দ্রীয় সভাপতি নিজেই।

পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি রিয়াজুল ইসলাম সেক্রেটারি পদে আব্দুল আলীম আরিফ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ জাহেদকে মনোনয়ন দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহিব্বুল্লাহ মুহিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি দাইয়্যান সালেহীন, হাফেজ সাজ্জাদ হোসেন, মিকদাদ হোসেন, ইকবাল শিকদার এবং সদ্য সাবেক সভাপতি আসাদুল ইসলাম।

সমাবেশ শেষে নতুন নেতৃত্বের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।