অদ্য ১০/১১/২৪ খ্রিঃ দুপুর ১২:০০ ঘটিকা হইতে ১২.৩০ ঘটিকা পর্যন্ত,কালাই উপজেলাধীন আহম্মেদাবাদ ইউনিয়নের ঝামুটপুর চান্দাইর দারূল উলুম দ্বি-মুখী

অদ্য ১০/১১/২৪ খ্রিঃ দুপুর ১২:০০ ঘটিকা হইতে ১২.৩০ ঘটিকা পর্যন্ত,কালাই উপজেলাধীন আহম্মেদাবাদ ইউনিয়নের ঝামুটপুর চান্দাইর দারূল উলুম দ্বি-মুখী দাখিল মাদ্রাসার গেট প্রাঙ্গণে উক্ত মাদ্রাসার অফিস সহকারী ও কাজী পেশায় নিয়োজিত,মোঃ মনসুর রহমানের বিরুদ্ধে চরিত্রহীন লম্পট ও নারীলোভী অভিযোগ এনে অত্র মাদ্রাসার ইবতেদায়ী শাখার শিক্ষক মোঃ আবু হাসনাত ও আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ এনামুল হক এর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ  মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যগণ ও এলাকাবাসী সহ প্রায় ৫০/৬০ জন । স্থানীয় সূত্র জানা যায় যে,গত কিছুদিন আগে মাদ্রাসার অফিস সহকারী ও কাজী পেশায় নিয়োজিত,মোঃ মনসুর রহমান পিতা মৃত- মজির উদ্দিন সাং ঝামুটপুর, ইউপি আহম্মদাবাদ থানা কালাই তিনি ভিডিও কলে ঢাকার একটি মেয়ের সাথে অনৈতিকভাবে নিজের উলঙ্গ শরীর প্রদর্শন করেন।সেই ভিডিও টি  কিছুসংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি আয়োজন করেন।