জলঢাকা উপজেলা স্বাস্থ্য  বিভাগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাঠে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা কাজী মোহাম্মদ আতিকুল ইসলামের তত্ত্বাবধানে এ ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডঃমেসবাহুর রহমান প্রধান মেসবাহ্, উপজেলা জামায়াতে আমীর মাওলানা মোখলেছুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক হারুন অর রশিদ, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক রিয়াদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি,বে-সরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক বৃন্দ এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকেরা।এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে স্বাস্থ্য কর্মকর্তা কাজী মোহাম্মদ আতিকুল ইসলাম স্বাস্থ্যকমপ্লেক্সে স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে সকলের সার্বিক সহযোগিতা ও সহমর্মিতাবোধ আহবান করেন।