আজ (১২/০৮/২০২৫) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদ উল্লাহ, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সল চৌধুরী এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েছ দুলাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ। বক্তারা এ সময় যুব সমাজকে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান এবং দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন।
এছাড়াও অনুষ্ঠানে যুব উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন সাফল্য, কর্মসংস্থান সৃষ্টির সুযোগ এবং সরকার প্রদত্ত প্রশিক্ষণ কর্মসূচির বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।