শাহরিয়ার ইমতিয়াজ। । আজ ঢাকা মহানগর উত্তর জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এর ইফতার বিতরন কর্মসূচী আনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আদিব, মুনসুর আবদুল্লাহ, নাইম ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের প্রতিনিধি রানা খান, শাহরিয়ার শাহিল, মামুন, আল আমিন, শসী সহ আন্যান্য নেতা কর্মীরা। এসময় প্রায় ৫০০ লোকের মধ্যে ইফতার বিতরন করা হয় ( এন সি পি) এর পক্ষ থেকে।
এসময় কেন্দ্রীয় নেতা মুনসুর আবদুল্লাহ বলেন "আগামীতে এমন আরও কর্মসূচী নেয়া হবে।" উক্ত ইফতার বিতরনীতে সাধারণ জনগনের কাছে এন সি পি এর সকল কার্মসূচী এবং জনগনকে সচেতনতার আহব্বান জানানো হয়। জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এর ইফতার বিতরনির কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে চলমান থাকবে প্রতিটি থানা ভিত্তক।