জামালপুরের মেলান্দহ উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা থেকে চার ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জামালপুরের মেলান্দহ উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা থেকে চার ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ৭ নং চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন ভুট্টো, ৮ নং ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, ৯ নং ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম লিটু, এবং ১১ নং শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এস.এম. সায়েদুর রহমান। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জাহাঙ্গীর জানান, বুধবার উপজেলার মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে সবাই সভাকক্ষ ত্যাগ করেন, এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে ওই চার চেয়ারম্যানকে আটক করা হয়। মেলান্দহ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বুধবার দুপুরে উপজেলা পরিষদ থেকে চার ইউপি চেয়ারম্যানকে আটক করা হয় এবং তাদেরকে আদালতে প্রেরণের জন্য জামালপুর পাঠানো হয়েছে।